সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আসছে নতুন ফিচার, এক হবে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

HR Desk
প্রকাশের সময় : April 14, 2024 | তথ্য প্রযুক্তি

আসছে নতুন ফিচার, এক হবে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

এবার এক সাথে যুক্ত হচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এরই মধ্যে ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যা সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি কয়েকটি পরিবর্তন করেছে। এবার শিগগিরই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও এ সংক্রান্ত পরিবর্তন দেখা যাবে।

সাধারণত হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য চালু করার আগে বিটা ভার্সনে টেস্ট করা হয়। এখন অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে একটি ফিচার খুঁজে পাওয়া গেছে, যেখানে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে তাদের হোয়্যাটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এই ফিচাররইতিমধ্যেই আইওএস ভার্সনে পাওয়া যাচ্ছে। এর আগে ফেসবুক ও  ইনস্টাগ্রাম এবং ফেসবুক ও হোয়্যাটসঅ্যাপে ক্রস পোস্ট করার অপশন চালু করা হয়েছিল।

এদিকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম উভয় জায়গায় স্ট্যাটাস শেয়ার করার সুবিধা পাওয়ার ফলে ব্যবহারকারীদের একই পোস্ট বারবার করতে হবে না। যদিও এতদিন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করতে আলাদা অ্যাপে গিয়ে দুবার শেয়ার করতে হতো।

 

নতুন ফিচার চালুর পর হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ‘প্রাইভেসি সেটিংস’-এ নতুন অপশন পাবেন। এতে সহজেই ভিউয়ার বাছাই করার সুযোগ পাবেন। এছাড়া কোনো ব্যবহারকারী যদি ক্রস-পোস্ট করতে না চান, তাহলে আগের মতোই অপশনটি ডিজেবল রাখতে পারবেন।



এই ক্যাটাগরির অনন্যা খবর