সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

এ ছেলে তুলি ছেড়ে ডাম্বেল ধরেছে দেখছি, শাবাশ বটে

HR Desk
প্রকাশের সময় : April 14, 2024 | স্বাস্থ্য

এ ছেলে তুলি ছেড়ে ডাম্বেল ধরেছে দেখছি, শাবাশ বটে

১৯৪৫ সালের ১৬ জানুয়ারি, আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমি ওই দিন ইন্টারকলেজিয়েট বডি প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে (উচ্চতা অনুযায়ী গ্রুপ হতো) প্রথম স্থান অধিকার করি এবং কলকাতা আর্ট স্কুলের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। আমার কাপটি নিয়ে আসার সময় শিল্পী জয়নুল আবেদিনকেই স্কুলের শিক্ষকদের তরফ থেকে যেতে হয়েছিল। আজকের দিনের ব্যবস্থাপনা, আয়োজন আর সেদিনের পরিবেশ আকাশ-পাতাল তফাত। প্রতিযোগিতার দিন দেখি, মফস্বল ছাড়াও কলকাতার বিভিন্ন কলেজের পক্ষ থেকে বহু ধনীর দুলাল বড় বড় গাড়ি হাঁকিয়ে আসছে, তাদের সবার সঙ্গেই সাহায্যকারী। সঙ্গে টার্কিশ টাওয়েল, সুগন্ধি অলিভ অয়েল, আরও কত কী, আর এই বান্দা এক শিশি খাঁটি সরিষার তেল একটি গামছায় জড়িয়ে ট্রামে করে কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউটে গিয়ে উপস্থিত।



এই ক্যাটাগরির অনন্যা খবর